Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৩ জুন, ২০১৬ ২৩:০২

২০ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

২০ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল

মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় ২০টি কোম্পানিকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুটি ওষুধ কোম্পানির করা আবেদনে গতকাল ‘নো অর্ডার’ দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার। ফলে হাইকোর্টের নির্দেশ বহাল রয়েছে। আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে ৭ জুন হাইকোর্ট একটি রিটের প্রাথমিক শুনানি শেষে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। হাইকোর্টের আদেশে এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা লিমিটেড, বিকল্প ফার্মাসিউটিক্যালস, ডলফিন ফার্মাসিউটিক্যালস, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যালস, মেডিকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ড্রাগ ফার্মা, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস, রিমো কেমিক্যালস (ফার্মা ডিভিশন), রিড ফার্মাসিউটিক্যালস, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস, স্পার্ক ফার্মাসিউটিক্যালস, স্টার ফার্মাসিউটিক্যালস, সুনিপুণ ফার্মাসিউটিক্যালস, টুডে ফার্মাসিউটিক্যালস, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে কয়েকটি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেয়।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর