রাজশাহীতে গত ৫০ বছরে চার হাজার পুকুর ভরাট হয়েছে। রাজনৈতিক নেতা, প্রভাবশালীরা প্রশাসনের নিষ্ক্রিয়তায় একের পর এক পুকুর ভরাটের কাজ চালিয়েছেন। তবে এ সময়ে পুকুর ভরাট বন্ধে মামলা হয়েছে মাত্র ৫টি। আরডিএ দুটি ও পরিবেশ অধিদফতর তিনটি মামলা করেছে। আরডিএ এবং সিটি করপোরেশনের দেওয়া তথ্য মতে, ১৯৬১ সালে রাজশাহী নগরীতে ছোট-বড় পুকুর, দিঘি ও জলাশয় ছিল ৪ হাজার ২৮৩টি। আর এখন এ সংখ্যা মাত্র ২১৪টি। এ অবস্থায় হেরিটেজ রাজশাহী নামের একটি সংগঠনের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১৩ ডিসেম্বর উচ্চ আদালত রাজশাহী নগরীর সব জলাশয়, পুকুর, ডোবা ও খাল ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তা সত্ত্বেও নগরীতে থেমে নেই পুকুর ভরাট। বোয়ালিয়া ভূমি অফিসের জরিপ থেকে জানা গেছে, ২০১৪ সালেও নগরীর ৩৭টি মৌজায় ১ হাজার ৫০টি পুকুরের অস্তিত্ব ছিল। এর মধ্যে ৪৮টি পুকুর ছিল খাসজমিতে। ব্যক্তিমালিকানায় থাকা পুকুরগুলোর পাশাপাশি খাসজমির এসব পুকুরও ভরাট হচ্ছে অবলীলায়। ভূমি অফিসের তথ্য মতে, ৪৮টি খাস পুকুরের মধ্যে ৯টি পুকুর ইজারা নিয়ে প্রভাবশালীরা ভরাট করে নেয়। এ ছাড়া আরও ৮টি পুকুর ভরাট করা হয়েছে ইজারা ছাড়াই ক্ষমতার দাপটে। বাকিগুলোও ভরাটের প্রক্রিয়ায়। বর্তমানে নগরীর শিরোইল মঠপুকুর, সাগরপাড়া কাইউম ডাক্তারের পুকুর, সুলতানাবাদ চতুর্ভুজ পুকুর, টিকাপাড়া খুলিপাড়া পুকুর, টিকাপাড়া গোরস্তানের পুকুর, সপুরা ছয়ঘাটি পুকুর, লক্ষ্মীপুর টিভি পুকুর, সোনাদীঘি পুকুর, বিসিকের মঠপুকুর, মেহেরচণ্ডির দিঘি, হড়গ্রাম মুন্সিপাড়া পুকুর, চাড়াল পুকুর, দড়িখড়বোনা পুকুর, কাদিরগঞ্জ পুকুর, পদ্মা আবাসিক এলাকার বড়পুকুর, ছোট বনগ্রাম পুকুর, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় পুকুর ও সিপাইপাড়া পুকুরসহ হাতে গোনা কিছু পুকুর টিকে আছে। এদিকে আরডিএ কর্তৃপক্ষ নগরীর ২০টি পুকুর সংরক্ষণের ঘোষণা দিলেও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো বড় বড় পুকুর ভরাট করে সংস্থা দুটিই নির্মাণ করছে বহুতল ভবন। কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে আরডিএ মার্কেট। জলাশয় ভরাট করে গড়ে তোলা হয়েছে নওদাপাড়া বাস টার্মিনাল। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, রাজশাহীতে হাতে গোনা যেসব পুকুর টিকে আছে সেগুলো রক্ষা করতে হলে এখনই পুকুরগুলোকে সংরক্ষিত ঘোষণা করে সাইনবোর্ড ঝোলাতে হবে। তবে এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাজশাহী পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নূর আলম। তিনি জানান, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। কারণ, কোনো সিদ্ধান্ত নিতে হলে প্রধান কার্যালয়ের নির্দেশনা নিয়েই করতে হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী নগর পরিকল্পক রায়হেনুল ইসলাম রনি জানান, পুকুর ভরাট বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরডিএ ও পরিবেশ অধিদফতরের মধ্যে অস্পষ্টতা আছে। এজন্য অনেক সময় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তবে এখনো পর্যন্ত আরডিএ দুই পুকুর ভরাটকারীর বিরুদ্ধে দুটি মামলা করেছে।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
চার হাজার পুকুর ভরাট মামলা মাত্র পাঁচ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর