Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২৩:২৯

জমজমের পানি হাজিদের বাসায় পৌঁছে যাবে

নিজস্ব প্রতিবেদক

জমজমের পানি হাজিদের বাসায় পৌঁছে যাবে

চলতি বছর থেকে মক্কায় অবস্থানকালে হাজিদের হোটেল-বাড়িতে জমজমের পানি সরবরাহ করা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।  সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিনতান এই তথ্য জানিয়েছেন। সৌদি গেজেটে গত  সোমবার এই খবর ছাপা হয়। সৌদি আরবের ইউনাইটেড জমজম ওয়াটার অথরিটির সঙ্গে বৈঠকের পর তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, এই বরকতময় পানি আল্লাহর মেহমান হাজিদের মধ্যে সরবরাহ করা আল্লাহ প্রদত্ত দায়িত্ব।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর