শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মৎস্য মেলায় হরেক রকমের মাছ

শেকৃবি প্রতিনিধি

‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ স্লোগানকে সামনে রেখে গত ১৯ জুলাই থেকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে মৎস্য মেলা। এ মেলা চলবে ২৫ জুলাই পর্যন্ত। মেলায় মিলছে হরেক রকমের মাছ।

মেলা ঘুরে দেখা যায়, কেবল মাছ চাষের বিভিন্ন প্রযুক্তিই নয়, মাছের খাদ্য, ফরমালিনমুক্ত বিভিন্ন মাছ ও পদ্ধতিগতভাবে সংরক্ষণ করা মাছের বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে মেলায়। বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প তাদের স্টলে প্রদর্শন করছে ফরমালিনে সংরক্ষণ করা সামুদ্রিক বিভিন্ন মাছ। এর মধ্যে  রয়েছে  সামুদ্রিক দারকুডা, পটকা, নুইলা, উড়াল মাছ, ডলফিন ও ঈগল মাছ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর