বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইলিশে মুখর গহিরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইলিশে মুখর গহিরা

চলতি জোতে (মাছ ধরার ক্ষণ) ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ভীষণ উত্ফুল্ল চট্টগ্রামের আনোয়ারার গহিরার নুরুল ইসলাম। কেমন মাছ পড়েছে— এমন প্রশ্নে বলেন, ‘আল্লাই আঁরারে ফিরি চাইয়ি। রোয়ানু বিয়াগিগন লই গেলেও কোয়াল লই নঁঅ যায়’ (আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে, রোয়ানু সবকিছু নিয়ে গেলেও কপাল নিয়ে যায়নি)। রোয়ানুতেই মাছ ধরার দুটি নৌকা, শতাধিক ‘টংজাল’ ও মাছ ধরার অন্যান্য সব সরঞ্জাম হারিয়েছিলেন মত্স্যজীবী নুরুল ইসলাম।  

শুধু নুরুল ইসলাম নয়, গত ২১ মে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়া রোয়ানুর আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার অন্তত তিন হাজার মত্স্যজীবী। এদের মধ্যে ভিটেবাড়ি হারা হয়েছে প্রায় দুই শতাধিক উপকূলীয় মত্স্যজীবী। বেড়িবাঁধের পাথরব্লক ও বড় বড় গাছের সঙ্গে প্রচণ্ড বাতাস এবং সাগরের ঢেউয়ের আঘাতে খণ্ড দ্বিখণ্ড হয়েছে জেলেদের অন্তত দুই হাজার ইঞ্জিনচালিত সাম্পান। কিন্তু রোয়ানুর ক্ষত শুকোনোর আগেই এবারের মৌসুমে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় এখানকার মানুষের মুখে হাসি ফুটেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর