বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু বাধ্যতামূলক : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে হবে। গতকাল ঢাকা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। নাহিদ বলেন, শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পরপরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম শুরু করবে।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভ টিজিংসহ সব অপশক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি কখনো চায়নি আমাদের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানুক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর