Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৪ অক্টোবর, ২০১৬ ০২:৩১

৩০ নভেম্বরের মধ্যে ট্রাকের অবৈধ বাম্পার খুলে ফেলতে হবে

প্রাইম মুভার-ট্রেইলার মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বরের মধ্যে ট্রাকের অবৈধ বাম্পার খুলে ফেলতে হবে

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ট্রাকের অবৈধ বাম্পার, অ্যাঙ্গেল ও হুক  খুলে ফেলতে হবে। গতকাল সচিবালয়ের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই সভায় আলোচনার ভিত্তিতে প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। সাত দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল সংগঠনটি। প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এ বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ সংশ্লিষ্টরা। সরকারের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব আবু বক্কর ছিদ্দিক। বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, সভায় পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এগুলো হচ্ছে— চার এক্সেল বা চৌদ্দ চাকাবিশিষ্ট কনটেইনার বহনকারী দীর্ঘযান বা প্রাইম মুভারের সর্বোচ্চ ৩২ টন পর্যন্ত ওজন পরিবহনে আইনগত কোনো বাধা থাকবে না; চার এক্সেলের প্রাইম মুভারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করে পাঁচ এক্সেলে রূপান্তরের মাধ্যমে সর্বোচ্চ ৪২ টন পর্যন্ত ওজন পরিবহন করতে পারবে, এ ক্ষেত্রে অতিরিক্ত একটি এক্সেল বা চারটি চাকা সংযোজনে প্রাইম মুভার মালিকদের ছয় মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে; খাদ্য ও সার পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান ওজনসীমা এক্সেললোড নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্নির্ধারণ করা হবে, এ লক্ষ্যে ৩১ অক্টোবরের মধ্যে খাদ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ কমাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৬ আগস্ট গাড়িভেদে পণ্য পরিবহনের ওজন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ওজন বহনে জরিমানার নিয়ম বাতিলসহ সাত দফা দাবিতে ২৬ সেপ্টেম্বর তারা ধর্মঘটে যান।


আপনার মন্তব্য