শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্থান নিয়ে জটিলতায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম স্থান নির্ধারণ জটিলতায় আটকে আছে। সম্ভাব্য স্থান ‘ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল ক্যাম্পাস’ নাকি ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)’ ক্যাম্পাস— এ নিয়ে মতভিন্নতা দেখা দিলে তৈরি হয় এ জটিলতা। চিকিৎসকরাও দুই স্থানের পক্ষে অবস্থান নিয়ে বিভক্ত। তবে জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সরেজমিন পরিদর্শনপূর্বক স্থান চূড়ান্ত করার দায়িত্ব দেন। এক সপ্তাহ আগে তিনি ফৌজদারহাট ক্যাম্পাসের জায়গাটি পরিদর্শন করে সেখানেই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ব্যক্ত করেছিলেন বলে জানা যায়। প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাস হয় গত ৩ মে। গেজেট প্রকাশিত ১২ মে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের চট্টগ্রাম সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, ফৌজদারহাট ক্যাম্পাসেই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি এখন প্রায় চূড়ান্ত। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন। এটি এখন ঘোষণার অপেক্ষায়। জানা যায়, গত ১ জুলাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চমেক ক্যাম্পাসে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা দেন।

সর্বশেষ খবর