চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ সহসভাপতি মো. মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অভি ও সহসভাপতি তায়েফুল হক তপুর ওপর হামলা মামলায় মামুনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান হাটহাজারী থানার ওসি (তদন্ত)