মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

যশোর থেকে হাতবদল হয়ে রাজধানীমুখে আসা একটি ট্রাক থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ হাজার ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রবিবার রাতে রাজধানীর তুরাগ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, দীর্ঘদিন পর মাদকের বড় একটি চালান আটক হয়েছে। তুরাগ এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৮৫০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। ফেনসিডিলগুলো ট্রাকের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হারুনুর রশীদ (৪৬) ও সাদ্দাম হোসেন (২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, মাঝখানে ফেনসিডিলের চোরাচালান কমে গিয়েছিল। কিন্তু হঠাৎ এ ধরনের ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। এখন বিষয়টি নিয়ে আমরা নতুন করে চিন্তা-ভাবনা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর