বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সায়েম সোবহানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

সায়েম সোবহানকে সংবর্ধনা

ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে তার জন্মদিন উপলক্ষে গতকাল বিকালে বাংলাদেশ মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় —বাংলাদেশ প্রতিদিন

ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে বাংলাদেশ মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার জন্মদিন উপলক্ষে গতকাল বিকালে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল, সংসদ সদস্য মো. ইবরাহীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, যুবলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সজীব প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মিডিয়া ক্লাবের সভাপতি নঈম নিজাম, সাধারণ সম্পাদক অশোক চৌধুরী ও ক্লাবের সদস্য রাহুল রাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় সায়েম সোবহানকে জন্মদিনের শুভেচ্ছা জানান কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন, নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জন্মদিন উপলক্ষে সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা ব্যক্ত করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বলেন, ‘আপনাদের দোয়া চাই, যেন সুন্দর আগামীর জন্য কাজ করে যেতে পারি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ জন্মদিনে সায়েম সোবহানের শুভ কামনা ব্যক্ত করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ প্রতি মাসে ৩ লাখ পাটের তৈরি ব্যাগ কেনার আগ্রহ প্রকাশ করেছে। পাটের সর্বজনীন ব্যবহারে বেসরকারি খাতের এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক ঘটনা। এটি বাংলাদেশের পাট খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর