হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদোজ্জামানকে সমাহিত করা হয়েছে। সদালাপী ও পরিচ্ছন্ন এ রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। তিনি গত বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় শীর্ষ নেতারা। গতকাল বিকালে তাকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে মুসলেম উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হাজার হাজার ভক্ত, অনুরাগী ভিড় জমান। কানায় কানায় ভরে ওঠে স্টেডিয়ামের চারপাশ। অশ্রু ঝড়াতে দেখা গেছে শত শত মানুষকে। বিকালে বাদ আসর নরসিংদী মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে জানাজায় অংশগ্রহণ করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, ব্যারিস্টার মাহবুবুল চৌধুরী নওফেল, মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, আমেরিকা প্রবাসী ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব খান মন্টু, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকার, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমানসহ অসংখ্য জনপ্রতিনিধি ও রাজনীতিকরা। এছাড়া নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, জেলা পরিষদের সচিব সিদ্দিকুর রহমান ও পুলিশ সুপার আমেনা বেগম উপস্থিত ছিলেন। দুই দফা জানাজা শেষে আসাদোজ্জামানের লাশ নরসিংদী শহরের রাঙ্গামাটির ঈদগাহ গোরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট আসাদোজ্জামান দীর্ঘ দিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। বুধবার ভোররাত সাড়ে ৪টায় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে ভিড় জমান। তার মৃত্যুতে গতকাল নরসিংদীর আইনজীবী সমিতির সদস্যরা কর্মবিরতি পালন করেন। আইনজীবীসহ দলীয় নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। বুধবার দুপুরে মরহুমের লাশ আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে রাখা হলে সেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে লাশ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল নরসিংদী জেলা পরিষদ ভবনে। সেখানে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখান থেকে নেওয়া হয় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে। সেখানে আইনজীবীরা তাকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত আসাদোজ্জামান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর