মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতেই জমে হাঁটুপানি। এই পানি সরতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। রাস্তার পাশেই রয়েছে ময়লার ভাগাড়। রাস্তাঘাট ভরা খানাখন্দে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। স্যুয়ারেজ লাইনের অব্যবস্থাপনা এ ওয়ার্ডবাসীর প্রধান দুঃখের কারণ। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মেলে ধরেন অভিযোগের ঝাঁপি। মশার উৎপাত থাকলেও মশক নিধন কর্মসূচি চোখে পড়ে না। রয়েছে গ্যাস সংকট। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তাগুলোতে। স্যুয়ারেজ লাইনে সমস্যা থাকায় ম্যানহোলের ময়লা পানি ভেসে আসে রাস্তায়। বৃষ্টির পর পানি দ্রুত সরে না যাওয়ায় রাস্তায় চলাচলের একমাত্র বাহন হয়ে যায় রিকশা। পূর্ব তেজতুরী বাজার, তেজকুনীপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, ওয়াসার পানিতে মাঝে মাঝে আসে ময়লা। আনন্দ সিনেমার পেছনে এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউন্সিলরকে প্রয়োজনে পাওয়া যায় না। আনন্দ সিনেমা হলের সামনে সন্ধ্যার পর থেকেই উৎপাত বাড়ে ভাসমান পতিতা আর হিজড়াদের। দিনদুপুরে গাঁজাসহ মাদকদ্রব্য গ্রহণ করে ভাসমানসহ ছিন্নমূল শিশুরাও। রাজধানীর এই প্রাণকেন্দ্রে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীরা এ এলাকায় নিত্যই চলাফেরা করে। এতে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে মাদক গ্রহণের নানা চিত্র। শিশু-কিশোরদের খেলার মাঠ নেই এ এলাকায়। কারওয়ান বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাথগুলোতে সন্ধ্যার পরই ভাসমানদের দখলে চলে যায়। রেলওয়ে স্টাফ কোয়ার্টারের গা-ঘেঁষে বস্তি। এখানে মাদকসেবীদের চলে আড্ডা। ছিঁচকে চোরেরও প্রাদুর্ভাব রয়েছে এ এলাকায়। অভিযোগের ব্যাপারে ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, বর্তমানে ই-টেন্ডারের ফলে বেশির ভাগ সময় ঠিকাদার আমাদের সঙ্গে সময়মতো যোগাযোগ করে না। সময়মতো স্যুয়ারেজ মেরামতে তাদের ব্যবহার করা সম্ভব হয় না। বৃষ্টির আগে পয়ঃনিষ্কাশন করা প্রয়োজন হলেও তারা সময়মতো কাজ করে না। এজন্য এ এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এ ছাড়া অন্য সব সমস্যা সমাধানে আমি তত্পর রয়েছি।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর