মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতেই জমে হাঁটুপানি। এই পানি সরতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। রাস্তার পাশেই রয়েছে ময়লার ভাগাড়। রাস্তাঘাট ভরা খানাখন্দে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। স্যুয়ারেজ লাইনের অব্যবস্থাপনা এ ওয়ার্ডবাসীর প্রধান দুঃখের কারণ। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মেলে ধরেন অভিযোগের ঝাঁপি। মশার উৎপাত থাকলেও মশক নিধন কর্মসূচি চোখে পড়ে না। রয়েছে গ্যাস সংকট। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তাগুলোতে। স্যুয়ারেজ লাইনে সমস্যা থাকায় ম্যানহোলের ময়লা পানি ভেসে আসে রাস্তায়। বৃষ্টির পর পানি দ্রুত সরে না যাওয়ায় রাস্তায় চলাচলের একমাত্র বাহন হয়ে যায় রিকশা। পূর্ব তেজতুরী বাজার, তেজকুনীপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, ওয়াসার পানিতে মাঝে মাঝে আসে ময়লা। আনন্দ সিনেমার পেছনে এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউন্সিলরকে প্রয়োজনে পাওয়া যায় না। আনন্দ সিনেমা হলের সামনে সন্ধ্যার পর থেকেই উৎপাত বাড়ে ভাসমান পতিতা আর হিজড়াদের। দিনদুপুরে গাঁজাসহ মাদকদ্রব্য গ্রহণ করে ভাসমানসহ ছিন্নমূল শিশুরাও। রাজধানীর এই প্রাণকেন্দ্রে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীরা এ এলাকায় নিত্যই চলাফেরা করে। এতে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে মাদক গ্রহণের নানা চিত্র। শিশু-কিশোরদের খেলার মাঠ নেই এ এলাকায়। কারওয়ান বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাথগুলোতে সন্ধ্যার পরই ভাসমানদের দখলে চলে যায়। রেলওয়ে স্টাফ কোয়ার্টারের গা-ঘেঁষে বস্তি। এখানে মাদকসেবীদের চলে আড্ডা। ছিঁচকে চোরেরও প্রাদুর্ভাব রয়েছে এ এলাকায়। অভিযোগের ব্যাপারে ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, বর্তমানে ই-টেন্ডারের ফলে বেশির ভাগ সময় ঠিকাদার আমাদের সঙ্গে সময়মতো যোগাযোগ করে না। সময়মতো স্যুয়ারেজ মেরামতে তাদের ব্যবহার করা সম্ভব হয় না। বৃষ্টির আগে পয়ঃনিষ্কাশন করা প্রয়োজন হলেও তারা সময়মতো কাজ করে না। এজন্য এ এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এ ছাড়া অন্য সব সমস্যা সমাধানে আমি তত্পর রয়েছি।
শিরোনাম
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ