মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতেই জমে হাঁটুপানি। এই পানি সরতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। রাস্তার পাশেই রয়েছে ময়লার ভাগাড়। রাস্তাঘাট ভরা খানাখন্দে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। স্যুয়ারেজ লাইনের অব্যবস্থাপনা এ ওয়ার্ডবাসীর প্রধান দুঃখের কারণ। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মেলে ধরেন অভিযোগের ঝাঁপি। মশার উৎপাত থাকলেও মশক নিধন কর্মসূচি চোখে পড়ে না। রয়েছে গ্যাস সংকট। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তাগুলোতে। স্যুয়ারেজ লাইনে সমস্যা থাকায় ম্যানহোলের ময়লা পানি ভেসে আসে রাস্তায়। বৃষ্টির পর পানি দ্রুত সরে না যাওয়ায় রাস্তায় চলাচলের একমাত্র বাহন হয়ে যায় রিকশা। পূর্ব তেজতুরী বাজার, তেজকুনীপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, ওয়াসার পানিতে মাঝে মাঝে আসে ময়লা। আনন্দ সিনেমার পেছনে এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউন্সিলরকে প্রয়োজনে পাওয়া যায় না। আনন্দ সিনেমা হলের সামনে সন্ধ্যার পর থেকেই উৎপাত বাড়ে ভাসমান পতিতা আর হিজড়াদের। দিনদুপুরে গাঁজাসহ মাদকদ্রব্য গ্রহণ করে ভাসমানসহ ছিন্নমূল শিশুরাও। রাজধানীর এই প্রাণকেন্দ্রে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীরা এ এলাকায় নিত্যই চলাফেরা করে। এতে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে মাদক গ্রহণের নানা চিত্র। শিশু-কিশোরদের খেলার মাঠ নেই এ এলাকায়। কারওয়ান বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাথগুলোতে সন্ধ্যার পরই ভাসমানদের দখলে চলে যায়। রেলওয়ে স্টাফ কোয়ার্টারের গা-ঘেঁষে বস্তি। এখানে মাদকসেবীদের চলে আড্ডা। ছিঁচকে চোরেরও প্রাদুর্ভাব রয়েছে এ এলাকায়। অভিযোগের ব্যাপারে ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, বর্তমানে ই-টেন্ডারের ফলে বেশির ভাগ সময় ঠিকাদার আমাদের সঙ্গে সময়মতো যোগাযোগ করে না। সময়মতো স্যুয়ারেজ মেরামতে তাদের ব্যবহার করা সম্ভব হয় না। বৃষ্টির আগে পয়ঃনিষ্কাশন করা প্রয়োজন হলেও তারা সময়মতো কাজ করে না। এজন্য এ এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এ ছাড়া অন্য সব সমস্যা সমাধানে আমি তত্পর রয়েছি।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ