মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতেই জমে হাঁটুপানি। এই পানি সরতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। রাস্তার পাশেই রয়েছে ময়লার ভাগাড়। রাস্তাঘাট ভরা খানাখন্দে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। স্যুয়ারেজ লাইনের অব্যবস্থাপনা এ ওয়ার্ডবাসীর প্রধান দুঃখের কারণ। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মেলে ধরেন অভিযোগের ঝাঁপি। মশার উৎপাত থাকলেও মশক নিধন কর্মসূচি চোখে পড়ে না। রয়েছে গ্যাস সংকট। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তাগুলোতে। স্যুয়ারেজ লাইনে সমস্যা থাকায় ম্যানহোলের ময়লা পানি ভেসে আসে রাস্তায়। বৃষ্টির পর পানি দ্রুত সরে না যাওয়ায় রাস্তায় চলাচলের একমাত্র বাহন হয়ে যায় রিকশা। পূর্ব তেজতুরী বাজার, তেজকুনীপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, ওয়াসার পানিতে মাঝে মাঝে আসে ময়লা। আনন্দ সিনেমার পেছনে এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউন্সিলরকে প্রয়োজনে পাওয়া যায় না। আনন্দ সিনেমা হলের সামনে সন্ধ্যার পর থেকেই উৎপাত বাড়ে ভাসমান পতিতা আর হিজড়াদের। দিনদুপুরে গাঁজাসহ মাদকদ্রব্য গ্রহণ করে ভাসমানসহ ছিন্নমূল শিশুরাও। রাজধানীর এই প্রাণকেন্দ্রে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীরা এ এলাকায় নিত্যই চলাফেরা করে। এতে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে মাদক গ্রহণের নানা চিত্র। শিশু-কিশোরদের খেলার মাঠ নেই এ এলাকায়। কারওয়ান বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাথগুলোতে সন্ধ্যার পরই ভাসমানদের দখলে চলে যায়। রেলওয়ে স্টাফ কোয়ার্টারের গা-ঘেঁষে বস্তি। এখানে মাদকসেবীদের চলে আড্ডা। ছিঁচকে চোরেরও প্রাদুর্ভাব রয়েছে এ এলাকায়। অভিযোগের ব্যাপারে ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, বর্তমানে ই-টেন্ডারের ফলে বেশির ভাগ সময় ঠিকাদার আমাদের সঙ্গে সময়মতো যোগাযোগ করে না। সময়মতো স্যুয়ারেজ মেরামতে তাদের ব্যবহার করা সম্ভব হয় না। বৃষ্টির আগে পয়ঃনিষ্কাশন করা প্রয়োজন হলেও তারা সময়মতো কাজ করে না। এজন্য এ এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এ ছাড়া অন্য সব সমস্যা সমাধানে আমি তত্পর রয়েছি।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর