মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতেই জমে হাঁটুপানি। এই পানি সরতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। রাস্তার পাশেই রয়েছে ময়লার ভাগাড়। রাস্তাঘাট ভরা খানাখন্দে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। স্যুয়ারেজ লাইনের অব্যবস্থাপনা এ ওয়ার্ডবাসীর প্রধান দুঃখের কারণ। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মেলে ধরেন অভিযোগের ঝাঁপি। মশার উৎপাত থাকলেও মশক নিধন কর্মসূচি চোখে পড়ে না। রয়েছে গ্যাস সংকট। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রাস্তাগুলোতে। স্যুয়ারেজ লাইনে সমস্যা থাকায় ম্যানহোলের ময়লা পানি ভেসে আসে রাস্তায়। বৃষ্টির পর পানি দ্রুত সরে না যাওয়ায় রাস্তায় চলাচলের একমাত্র বাহন হয়ে যায় রিকশা। পূর্ব তেজতুরী বাজার, তেজকুনীপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, ওয়াসার পানিতে মাঝে মাঝে আসে ময়লা। আনন্দ সিনেমার পেছনে এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাউন্সিলরকে প্রয়োজনে পাওয়া যায় না। আনন্দ সিনেমা হলের সামনে সন্ধ্যার পর থেকেই উৎপাত বাড়ে ভাসমান পতিতা আর হিজড়াদের। দিনদুপুরে গাঁজাসহ মাদকদ্রব্য গ্রহণ করে ভাসমানসহ ছিন্নমূল শিশুরাও। রাজধানীর এই প্রাণকেন্দ্রে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীরা এ এলাকায় নিত্যই চলাফেরা করে। এতে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে মাদক গ্রহণের নানা চিত্র। শিশু-কিশোরদের খেলার মাঠ নেই এ এলাকায়। কারওয়ান বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাথগুলোতে সন্ধ্যার পরই ভাসমানদের দখলে চলে যায়। রেলওয়ে স্টাফ কোয়ার্টারের গা-ঘেঁষে বস্তি। এখানে মাদকসেবীদের চলে আড্ডা। ছিঁচকে চোরেরও প্রাদুর্ভাব রয়েছে এ এলাকায়। অভিযোগের ব্যাপারে ডিএনসিসি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, বর্তমানে ই-টেন্ডারের ফলে বেশির ভাগ সময় ঠিকাদার আমাদের সঙ্গে সময়মতো যোগাযোগ করে না। সময়মতো স্যুয়ারেজ মেরামতে তাদের ব্যবহার করা সম্ভব হয় না। বৃষ্টির আগে পয়ঃনিষ্কাশন করা প্রয়োজন হলেও তারা সময়মতো কাজ করে না। এজন্য এ এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এ ছাড়া অন্য সব সমস্যা সমাধানে আমি তত্পর রয়েছি।
শিরোনাম
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা