শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার মেরুদণ্ড প্রাইমারি স্কুল

—— শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই শিক্ষার মেরুদণ্ড হলো প্রাইমারি স্কুল। যে কারণে প্রাইমারি শিক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ও বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা চালু করেছেন।

তিনি গতকাল সকালে বরিশাল নগরীর জাহানারা ইসরাইল হাই স্কুলের ৫ম গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় শিল্পমন্ত্রী আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড—এই বিশ্বাসকে ধারণ করেই দেশ স্বাধীন হওয়ার পর জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৪ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর