বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শ্রদ্ধা ভালোবাসায় শহীদদের স্মরণ

প্রতিদিন ডেস্ক

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সারা পৃথিবীর মানুষ। এরই ধারাবাহিকতায় মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় অকাতরে জীবন বিলিয়ে দেওয়া বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালযের শহীদ মিনারগুলোতে নামে মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

চট্টগ্রাম : একুশের প্রথম প্রহরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জআমান চৌধুরী জাবেদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা। এরপর চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন কাউন্সিলরদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী এবং নগর আওয়ামী লীগ নেতা শেখ ইফতেখার সাইমুল  চৌধুরী শ্রদ্ধাঞ্জলি জানানোর মূল আয়োজন সঞ্চালনা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, বিভাগীয় কমিশনার রহুল আমিন, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম  রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদসহ অন্যান্য সংগঠন।

রাজশাহী : রাজশাহীতে একুশের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়েছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পরে তিনিসহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নারী এমপি আক্তার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, ভাষাসৈনিক সাঈদ আহমেদের পরিবার, জেলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন। এদিকে, রাজশাহী কলেজ শহীদ মিনারে নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রংপুর : বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও দৃপ্ত প্রত্যয়ে অমর একুশের ভাষা শহীদদের স্মরণ করেছে রংপুরের মানুষ। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ফুল দেওয়ার মধ্যদিয়ে  ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় এরশাদের সঙ্গে ছিলের পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ জেলা ও মহানগর নেতারা। তারপর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা জানান।  এরপর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

সিলেট : প্রথম প্রহরে সব শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা নিবেদন করেন— শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন।

বরিশাল : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানায় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ ও শেখ টিপু সুলতান। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, সিটি মেয়র আহসান হাবিব কামাল, ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, বিভাগীয় প্রশাসনের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব, জোনাল সেটেলমেন্ট অফিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তি শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।  এদিকে গতকাল সকাল ৯টায় মহানগর আওয়ামী লীগ এবং ১০টায় মহানগর বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান।

কুমিল্লা : কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। একই সময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আবু তাহের। পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

ময়মনসিংহ : একুশের প্রথম প্রহরে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এর পরে শ্রদ্ধা জানান জেলা দায়রা জজ ড. আমির উদ্দিন। এ ছাড়াও শ্রদ্ধা নিবেন করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিসি খলিলুর রহমান, এসপি সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু। এরপর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহীদদের।

সর্বশেষ খবর