ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকাভুক্ত হকারদের পুনর্বাসনে শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির পরিত্যক্ত খালি জায়গায় তালিকাভুক্ত হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী সংসদকে আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মাঠ পর্যায় জরিপ করে গুলিস্তান, মতিঝিল এলাকায় ২ হাজার ৫০২ জন হকারের তালিকা করা হয়েছে, যার হালনাগাদের কাজ চলছে। হকারদের আবেদনসাপেক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। হকারদের বিদেশে পাঠানোর পরিকল্পনার পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থায় কেউ চতুর্থ শ্রেণির পদে চাকরি করতে আগ্রহী হলে, সে বিষয়েও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহায়তা করবে মর্মে সিদ্ধান্ত রয়েছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে ১১টি মার্কেট নির্মাণ করে হকারদের পুনর্বাসন করা হয়েছে। ঢাকার উভয় সিটি করপোরেশনের পরিত্যক্ত খালি জায়গায় আরও বহুতল মার্কেট নির্মাণ করে তাদের পুনর্বাসনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে উচ্ছেদ হওয়া হকারদের জীবন-জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কর্মদিবসগুলোয় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাস্তা ও ফুটপাথে বসার সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনগুলোয় হলিডে মার্কেট হিসেবে ঘোষিত পাঁচটি স্পটে হকারদের সকাল থেকে রাস্তা ও ফুটপাথে বসার ব্যবস্থা করা হয়েছে।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
হকারদের পুনর্বাসনে বিদেশে পাঠানোর পরিকল্পনা হচ্ছে
সংসদে স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর