শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মানবতার বিকাশই শিক্ষার মূল উদ্দেশ্য : রাষ্ট্রপতি

গাজীপুর প্রতিনিধি

মানবতার বিকাশই শিক্ষার মূল উদ্দেশ্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বলেছেন, মানবতার পরিপূর্ণ বিকাশ এবং দেশ ও জনগণের কল্যাণ সাধনই শিক্ষার মূল উদ্দেশ্য। তিনি গতকাল বিকালে গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে এ কথা বলেন। অনুষ্ঠানে সমাবর্তন ভাষণ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। স্বাগত ভাষণ দেন উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর ড. ইসমাইল হোসেন মিঞা।

সর্বশেষ খবর