শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে পক্ষপাতিত্ব করলেই শাস্তি

————— শাহাদৎ হোসেন

কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে তারা যেন কোনো রকম পক্ষপাতিত্ব না করেন। এ ধরনের কোনো তথ্য পেলেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কমিশন জিরো টলারেন্স মনোভাব পোষণ করবে। তিনি গতকাল দুপুরে কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শন করার সময় এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিক্ষণ দেব।

সর্বশেষ খবর