ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর ঢাকায় আসছেন। তিনি মিয়ানমার সফর শেষে ঢাকায় আসবেন। তার চূড়ান্ত সফরসূচিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর মিয়ানমার পৌঁছাবেন পোপ ফ্রান্সিস। সেখান থেকে ৩০ নভেম্বর ঢাকা আসবেন। তিনি ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, বিমানবন্দরে নেমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন পোপ। তারপর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ১ ডিসেম্বর এক গণমিছিলে অংশ নেবেন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। ২ ডিসেম্বর মাদার তেরেসা পরিচালিত মিশনারিগুলো পরিদর্শন করবেন এবং সেমিনারে অংশ নেবেন। ২ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ছাড়বেন পোপ ফ্রান্সিস।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        