বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
মেয়র পদে উপনির্বাচন

প্রার্থীকে ভোটার হতে হবে উত্তর সিটির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে হলে তাকে উত্তর সিটির যে কোনো ওয়ার্ডের ভোটার হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। কর্মকর্তারা বলেন, সিটি করপোরেশেন আইনের (৯নং ধারা) মেয়র এবং কাউন্সিলরের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে— মেয়রের (প্রার্থী) ক্ষেত্রে সিটি করপোরেশনের যে কোনো ওয়ার্ডের ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ থাকতে হবে। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী ফেব্রুয়ারির মধ্যে উপনির্বাচনের উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে তারা।

 

সর্বশেষ খবর