বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইব্রাহিম মেমোরিয়াল সাঈদ খোকন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার গেণ্ডারিয়ায় সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ইব্রাহিম মেমোরিয়াল মেয়র মোহাম্মদ সাঈদ খোকন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে স্থাপিত স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করেন। এ সময় সাঈদ খোকন বলেন, এখন থেকে পুরান ঢাকার মানুষ ডায়বেটিকসহ বেশকিছু চিকিৎসাসেবা হাতের নাগালেই পাবেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এরকম একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করায় ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেয়র জানান, এখান থেকে ডায়াবেটিকস, হরমোন, মেডিসিন, ইউরোলজি, হৃদরোগ, কিডনি, বক্ষব্যাধি, অর্থোপেডিকস সার্জারি, গাইনি ও প্রসূতি, শিশু ও নবজাতকের রোগ, দাঁত ও চোখের চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া ডায়াবেটিকস, হরমোনসহ সব ধরনের রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে, ইসিজি এবং দেশি-বিদেশি ইনসুলিন স্বল্প দামে বিক্রি করবে। অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান, মহাসচিব সাইফুদ্দিন আহম্মেদ, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের বোর্ড অব ম্যানেজমেন্ট চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর