শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি মানববন্ধন করেছে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদপত্রের ওপর হামলা-মামলা চালিয়ে প্রতিক্রিয়াশীল চক্র দেশে মুক্তমত  প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে চলেছে। তারা শেখ হাসিনার সরকারকে বিব্রত করতে চায়। সোসাইটির সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমন, সোসাইটির সমন্বয়ক সরকার জামাল, জীবন খান, কবীর হোসেন বাবু, এম. এইচ বাদশাহ, নাজমা আক্তার যুথী, এম সোহেল, বি কে ফারুক প্রমুখ। লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে আনোয়ার হোসেন আকাশ অবিলম্বে নির্বাচনী হলফনামা ভঙ্গকারী এমপির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সর্বশেষ খবর