সুনামগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে নাশকতাবিরোধী গণমিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের একাংশ। রবিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের নেতৃত্বে এ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। তবে জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি করা হলেও এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট এবং পৌর মেয়র নাদের বখতসহ মূল দল ও অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ কোনো নেতাকে অংশ নিতে দেখা যায়নি। মিছিল শেষে বালুর মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে অতীতের নির্বাচনগুলোতে ছেড়ে দেওয়া সুনামগঞ্জ সদর আসনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন এনামুল কবীর ইমন। ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান প্রমুখ। এ সময় তারা বলেন, বিএনপি দেশের চলমান উন্নয়ন দেখে দিশাহারা। তাই আগামী একাদশ সংসদ নির্বাচন বানচাল করতে আবারও দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র করছে। ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে দেশের গণতন্ত্রকামী মানুষকে থামাতে ব্যর্থ হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশদ্রোহী বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্ত হাতে প্রতিহত করা হবে। গণমিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, নামে নাশকতাবিরোধী গণমিছিল হলেও সদর আসনে নিজের শক্তিমত্তা জানান দিতে সারা জেলা থেকে সহস্রাধিক মানুষ জড়ো করে শহরে শোডাউন করেছেন ইমন। এতে সদর আসনের দুই উপজেলার মানুষ বা নেতা-কর্মীর উপস্থিতির সংখ্যা ছিল হাতেগোনা। সিনিয়র নেতারা সম্পৃক্ত না থাকায় ঢাকঢোল পেটানো এই মিছিলে লোকসমাগম একদম কম হয়েছে বলে মনে করছেন তারা। জানা যায়, এর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ কিলোমিটার দীর্ঘ র্যালির মাধ্যমে ব্যাপক শোডাউন করে সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ সবাইকে চমকে দেন। তার মিছিলে সদর আসনের হাজার হাজার জনতার ঢল নেমেছিল। একইভাবে আরও একটি শোডাউন করেছিলেন সুনামগঞ্জ পৌরসভার অকাল প্রয়াত জনপ্রিয় মেয়র আয়ুব বখত জগলুল। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পদে থাকা প্রয়াত জগলুল এ আসনে দলীয় টিকিট নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। এদিকে নবম সংসদে উপনির্বাচনে বিজয়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবারও এ আসন থেকে নির্বাচন করতে লবিং করে যাচ্ছেন। এ ছাড়া কিছু দিন আগে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নূরুল হুদা মুকুট।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা