বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পরিত্যক্ত দেশের পাঁচ বিমানবন্দর

সংসদে তথ্য

নিজস্ব প্রতিবেদক

পরিত্যক্ত দেশের পাঁচ বিমানবন্দর

দেশের পাঁচটি বিমানবন্দর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল ২২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মো. নূরুল ইসলাম ওমরের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী পরিত্যক্ত বিমানবন্দরগুলো হচ্ছে— ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমসেরনগর, লালমনিরহাট ও কুমিল্লা বিমানবন্দর। তিনি জানান, এর মধ্যে ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও শমসেরনগর বিমানবন্দর চালু করার পরিকল্পনা আছে সরকারের। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আসছে আরও নতুন বিমান : এমপি সানজিদা খানমের আরেক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সংসদকে জানান, বিমানের রুট সম্প্রসারণের জন্য বিমানবহরে নতুন প্রজন্মের চারটি বোয়িং-৭৮৭ উড়োজাহাজ কেনার জন্য বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী গত মাসে একটি বোয়িং ড্রিমলাইনার বিমানবহরে যুক্ত হয়েছে। আগামী নভেম্বরে আরও একটি বোয়িং-৭৮৭ যুক্ত হবে। বাকি দুটি বোয়িং যুক্ত হবে ২০১৯ সালে। এ ছাড়া চলতি মাসেই একটি ড্যাশ-৮ উড়োজাহাজ রাষ্ট্রীয় বিমান সংস্থায় যোগ হবে। এ ধরনের আরও দুটি উড়োজাহাজ ২০২০ সালে বিমানবহরে যুক্ত হবে। নয় বছরে খাজনায় আয় সাড়ে ৪ হাজার কোটি টাকা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংসদে বলেছেন, সরকারের টানা দুই মেয়াদের নয় অর্থবছরে (২০০৯-১০ থেকে ২০১৭-১৮ অর্থবছর) ভূমির খাজনা বাবদ মোট ৪ হাজার ৫৯৪ কোটি ৩২ লাখ ৩ হাজার ৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী দেশে মোট ৪ হাজার ৭৬৭টি ভূমি অফিস আছে। এর মধ্যে ৩ হাজার ৪৫৭টি ইউনিয়ন পরিষদে ভূমি অফিস থাকলেও এখন পর্যন্ত ১ হাজার ৩১০টি ইউনিয়ন পরিষদে অফিস নেই। এসব ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন ভূমিহীন পেয়েছেন খাসজমি : ভূমিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকার মোট ২ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন ভূমিহীনকে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৩১ দশমিক ৩৫৮৭ একর জমি বরাদ্দ দিয়েছে। জাতীয় প্রতিরক্ষা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে : দেশের প্রতিরক্ষার জন্য আবশ্যক এবং জাতীয় অর্থ ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ‘জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮’ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিশ্বমানের আধুনিক ডিজিটাল ম্যাপিং সিস্টেম চালু করা হয়েছে : নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশ জরিপ অধিদফতরের পুরাতন অ্যানালগ ম্যাপিং সিস্টেম পরিবর্তন করে বিশ্বমানের আধুনিক ডিজিটাল ম্যাপিং সিস্টেম চালু করা হয়েছে। অধিদফতরের জনবলকে দেশে-বিদেশে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডিজিটাল ম্যাপ প্রণয়নের জন্য দক্ষ করে তোলা হয়েছে। মিরপুরের ধামালকোটে বাংলাদেশ জরিপ অধিদফতরের অফিস ভবনে ডিজিটাল ফটোগ্রামেট্রি, জিআইএস ও ডিজিটাল কার্টোগ্রাফি ল্যাবসংবলিত আধুনিক ম্যাপিং সেন্টার স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর