বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদেশি মিশনে ব্যবসায়ীদের প্রতিনিধি চায় এফবিসিসিআই

ব্যাংক ঋণের সুদহার মনিটরিংয়ের দাবি

নিজস্ব প্রতিবেদক

আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং রপ্তানি সম্প্রসারণে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে বেসরকারি খাতের প্রতিনিধি থাকা দরকার বলে মনে করছে এফবিসিসিআই। এছাড়াও সম্প্রতি ব্যাংক ঋণের সুদের হার যেভাবে কমানো হয়েছে, তা যথাযথভাবে নিয়ম মেনে হচ্ছে কিনা, তাও সংশ্লিষ্টদের মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

গতকাল রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন— এফবিসিসিআই ‘স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’র সভায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা এ কথা বলেন। এতে বক্তব্য দেন— ওই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর মিয়া, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন অর রশিদ, মীর নিজাম উদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন রাজেশ, ইউসুফ আশরাফ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন— দেশের সামনে বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনের যে চ্যালেঞ্জ রয়েছে, তারমধ্যে ৮ নম্বর গোল পূরণের জন্য কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি নিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়াও জনগণ বিভিন্নভাবে যে সব সমস্যার সম্মুখীন হন, তা জানাতে সারা দেশের পুলিশ স্টেশনগুলোতে অভিযোগ বক্স স্থাপনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

সর্বশেষ খবর