Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৭

মহাজোটের কাছে ৯ আসন চায় ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

মহাজোটের কাছে ৯ আসন চায় ইসলামী ফ্রন্ট

আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নয়টি আসন চায়। আর আওয়ামী লীগের সঙ্গে জোট না করে সম্মিলিত জোটের হয়ে ভোট করলে ৭৩টি আসন চাইবে নির্বাচন কমিশনের নিবন্ধিত এ দলটি। মহাজোটের সঙ্গে চাওয়া আসনগুলো হচ্ছে— এম এ মান্নান চট্টগ্রাম-২ ও ৭, এম এ মতিন চট্টগ্রাম-১১, ১২, ১৩, স.উ.ম. আবদুস সামাদ চট্টগ্রাম-১৪ ও ৯, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী হাজীগঞ্জ-শাহরাস্তি-৫, অ্যাডভোকেট ইসলাম উদ্দীন দুলাল বিবাড়ীয়া-১, অধ্যক্ষ অলি আহমদ কুমিল্লা-৬, আলহাজ আলমগীর খান কুমিল্লা-৮, অধ্যক্ষ আলী মুহাম্মদ চৌধুরী হবিগঞ্জ-৪, আল্লামা আ ন ম মাসউদ হুসাইন আল কাদেরী নীলফামারী-৪।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর