চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) নগরের জলাবদ্ধতা নিরসন এবং সড়ক উন্নয়ন-সম্প্রসারণে সাতটি বিশেষ শর্তে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের সিটি করপোরেশন-২ শাখা এ অর্থ ছাড় দেয়। গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি চসিকের প্রধান হিসাব সংরক্ষণ কর্মকর্তা বরাবরে পাঠানো হয়। চসিক সূত্রে জানা যায়, চলমান ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের অধীনে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং নালা প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্ট নির্মাণ/পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য এ অর্থ অবমুক্তি করা হয়। মন্ত্রণালয়ের সাত শর্তের মধ্যে আছে— পরবর্তী অর্থ ছাড়ের প্রস্তাব প্রেরণের পূর্বে ডিএসএলের কিস্তি পরিশোধ করতে হবে; অন্যথায় অর্থ ছাড় না করা, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পরিপালন করা, ছাড়কৃত অর্থের অব্যয়িত অংশ ৩০ জুন ২০১৯ সালের মধ্যে সরকারি কোষাগারে জমা করা, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকা, অনুমোদিত অর্থ পিপিপির অঙ্গ ভিত্তিক ব্যয় করা ও প্রাক্কলিত ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় না করা, নিজস্ব তহবিলের অংশ যথাযথ ছাড়ের ব্যবস্থা করা এবং প্রকল্প সংশ্লিষ্ট সব টেন্ডার ইজিপির মাধ্যমে বাস্তবায়ন করা। চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, মহানগরে মোট সড়ক আছে ১১০০ কিলোমিটার। তবে গত বর্ষা মৌসুমে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় প্রায় ৪০০ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত হয়। বর্তমানে নগরীতে ৬৯২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ২০ মিটার গড় প্রস্থের অ্যাসফল্ট (পিচঢালা) সড়ক আছে ১১৯৭টি। ২৯৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫৫ মিটার গড় প্রস্থের কংক্রিট সড়ক আছে ১১৭৭টি। ৪২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫০ মিটার গড় প্রস্থের ব্রিক সলিং সড়ক আছে ২০৩টি। ৩৯ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৮০ মিটার প্রস্থের কাঁচা সড়ক আছে ৩২৩টি। ১৬৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১ দশমিক ৮০ মিটার প্রস্থের ফুটপাথ আছে ১৩৮টি।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা