চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) নগরের জলাবদ্ধতা নিরসন এবং সড়ক উন্নয়ন-সম্প্রসারণে সাতটি বিশেষ শর্তে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের সিটি করপোরেশন-২ শাখা এ অর্থ ছাড় দেয়। গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি চসিকের প্রধান হিসাব সংরক্ষণ কর্মকর্তা বরাবরে পাঠানো হয়। চসিক সূত্রে জানা যায়, চলমান ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের অধীনে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং নালা প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্ট নির্মাণ/পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য এ অর্থ অবমুক্তি করা হয়। মন্ত্রণালয়ের সাত শর্তের মধ্যে আছে— পরবর্তী অর্থ ছাড়ের প্রস্তাব প্রেরণের পূর্বে ডিএসএলের কিস্তি পরিশোধ করতে হবে; অন্যথায় অর্থ ছাড় না করা, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পরিপালন করা, ছাড়কৃত অর্থের অব্যয়িত অংশ ৩০ জুন ২০১৯ সালের মধ্যে সরকারি কোষাগারে জমা করা, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকা, অনুমোদিত অর্থ পিপিপির অঙ্গ ভিত্তিক ব্যয় করা ও প্রাক্কলিত ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় না করা, নিজস্ব তহবিলের অংশ যথাযথ ছাড়ের ব্যবস্থা করা এবং প্রকল্প সংশ্লিষ্ট সব টেন্ডার ইজিপির মাধ্যমে বাস্তবায়ন করা। চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, মহানগরে মোট সড়ক আছে ১১০০ কিলোমিটার। তবে গত বর্ষা মৌসুমে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় প্রায় ৪০০ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত হয়। বর্তমানে নগরীতে ৬৯২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ২০ মিটার গড় প্রস্থের অ্যাসফল্ট (পিচঢালা) সড়ক আছে ১১৯৭টি। ২৯৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫৫ মিটার গড় প্রস্থের কংক্রিট সড়ক আছে ১১৭৭টি। ৪২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫০ মিটার গড় প্রস্থের ব্রিক সলিং সড়ক আছে ২০৩টি। ৩৯ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৮০ মিটার প্রস্থের কাঁচা সড়ক আছে ৩২৩টি। ১৬৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১ দশমিক ৮০ মিটার প্রস্থের ফুটপাথ আছে ১৩৮টি।
শিরোনাম
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা
- আমি পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
- কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
- ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- চলতি মাসেই বিএনপির ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
শত কোটি টাকা পেল চসিক
খরচ করা যাবে সাত শর্তে
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর