নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে জমে উঠছে রাজনীতির মাঠ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী লড়াইয়ের মাঠে চলছে চট্টগ্রামে হেভিওয়েট ‘পরিবার যুদ্ধ’। বিভিন্ন নির্বাচনী আসনে মনোনয়ন ফরম দিয়েছেন চাচা-ভাতিজা, বাপ-বেটাও। চট্টগ্রামের কয়েকটি আসনে একই দলের পাশাপাশি আওয়ামী লীগ-বিএনপি থেকেও মনোনয়ন সংগ্রহ করেছেন একই পরিবারের সদস্যরা। এতে রাজনীতির মাঠে যেমন আলোচনা তুঙ্গে, ঠিক তেমনি পরিবারগুলোতেও রয়েছে ব্যাপক আলোচনা। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ। এখানে তার ছেলে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ এলিট আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। একই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিয়েছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল। হাটহাজারী-৫ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কোতোয়ালি-বাকলিয়া-৯ ও বোয়ালখালী- চান্দগাঁও-৮ আসন থেকে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান আওয়ামী লীগ থেকে নিয়েছেন মনোনয়ন ফরম। কোতোয়ালি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপি নেতা শামসুল আলম ও তার ছেলে শোয়াইব রিয়াদ। তাছাড়া মনোনয়ন যুদ্ধে আছেন চাচা-ভাতিজাও। চট্টগ্রামের ডবলমুরিং আসন থেকে চাচা এম মনজুর আলম ও সীতাকুণ্ড আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ভাতিজা দিদারুল আলম। তবে গুঞ্জন আছে সীতাকুণ্ড আসনে ভাতিজার স্থলে মনোনয়ন পেতে পারেন চাচা। দলীয় মনোনয়নপ্রত্যাশী তরুণ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন ও তরুণদের ওপর এবার আস্থা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিরোনাম
- বনানীতে পথশিশু ধর্ষণ : মূল অভিযুক্ত পরিবহন হেলপার গ্রেফতার
- দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল
- মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ