বরিশাল নগরীর বেলতলা এলাকায় একটি পাঁচ তলা ভবন পাশের নবনির্মিত চার তলা ভবনের ওপর হেলে পড়েছে। ভূমিকম্পের দুই দিন পর গতকাল এ ঘটনা ঘটে। বেলতলা এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ বলেন, মোতালেব মিয়ার পাঁচ তলা ভবনটি পাশের সৌদি প্রবাসী জহির হাওলাদারের নবনির্মিত চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। শুক্রবারের ভূমিকম্পের কারণে ভবনটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোতালেব মিয়ার ভবনের প্রতিটি তলায় ভাড়াটিয়া রয়েছেন। নতুন ভবনটির কাজ চলছে। নিচতলায় শুধু প্রবাসীর পরিবার বাস করছে। প্রবাসী জহির হাওলাদারের ছেলে ফাখের হাওলাদার বলেন, আজ (ররিবার) সকালে দেখতে পেয়েছি পাশের ভবনটি ওপর থেকে হেলে আমাদের ভবনের ওপর পড়েছে। এতে আমাদের ভবনের সেপটিক ট্যাংকের পাইপ ভেঙে গেছে। জহির হাওলাদারের শ্বশুর কবির সিকদার জানান, তারা ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন থেকে প্ল্যান নিয়ে চারতলা ভবনটি করেছেন।
অপর ভবন মালিক মো. মোতালেব মিয়া বলেন, সিটি করপোরেশন থেকে তিনি চারতলার প্ল্যান অনুমোদন নিয়েছিলেন। পুরো পাঁচতলা করা হয়নি। এক পাশে একটি ইউনিট পাঁচতলা করা হয়েছে। ভবনটির পশ্চিম দিকে কোনো সমস্যা হয়নি। পূর্ব পাশের অংশটি পাশের ভবনের সঙ্গে রয়েছে। তার ভবনটি নয়, নতুন ভবনটি হেলে পড়েছে বলে দাবি করেন মোতালেব মিয়া। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ভূমিকম্পের কারণে বরিশাল নগরীতে তেমন প্রভাব পড়েনি। কাজের মান খারাপ হওয়ার কারণে হয়তো হেলে পড়েছে। ভবন দুটি পরিদর্শন করে নিশ্চিত করে বলতে পারব।