সপ্তাহের প্রথম দিনে সূচকের উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ২৫০টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে। টাকার পরিমাণে ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন লুব্রিকেন্ট কোম্পানির শেয়ার। ২ হাজার ৪৮২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ২ হাজার ৬০৩ টাকা ৩০ পয়সায় কোম্পানিটির ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ টাকার। ১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের তৃতীয় শীর্ষে ছিল লাভেলো আইসক্রিম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৪৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৫টি কোম্পানির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত আছে ১৫টির। সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল ৭ কোটি ৩৮ লাখ টাকার।