সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফের ৫ জানুয়ারির নির্বাচন হলে অবস্থা হবে ভয়াবহ

——— খন্দকার মাহবুব

বরগুনা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ৩০ ডিসেম্বর যদি ৫ জানুয়ারির মতো নির্বাচন সরকার করতে চায় তাহলে দেশের অবস্থা ভয়াবহ হবে। গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বরগুনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে। কিন্তু এখনো তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি  করতে পারেনি। তিনি অভিযোগ বলেন, রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে ফোন দিয়ে অনুরোধ করেন আপনার সঙ্গে অনেক লোকজন থাকবে তারা যেন আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়টি খেয়াল রাখবেন। আমরা ঠিকই আচরণবিধি মানলাম কিন্তু বাছাই শেষে দেখলাম নৌকা নৌকা বলে মিছিল দিল এতে কি আচরণবিধি লঙ্ঘন হয়নি? বিষয়টি কি প্রশাসনের নজরে পড়েনি। নাকি আইন আচরণবিধি কি শুধু আমাদের জন্যই।

 অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীকে একটি পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। তার সুচিকিৎসারও কোনো ব্যবস্থা করছে না সরকার। অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। যারা বাইরে আছে তাদেরও বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এরকম চলতে থাকলে সুষুম নির্বাচন সম্ভব নয়। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি মেজর জাবের, এ জেড এম সালেহ ফারুক, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর