মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অপরিকল্পিত ভবন আর হবে না

------ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অতীতে যাই হোক, এখন থেকে অপরিকল্পিতভাবে আর কোনো ভবন নির্মিত হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ভূমিকম্প বিষয়ে রাজউকের ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প’ বিষয়ে গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুরান ঢাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু পরিকল্পনা        আছে, যেসব ইমারত বসবাসের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার কাজ চলছে। বেশকিছু কাজ এগিয়েছে। আমরা এটা সম্পন্ন করার পর যে কোনোভাবেই হোক না কেন, কোনোরকমের বাধা এই ক্ষেত্রে মেনে নেব না। শ ম রেজাউল করিম বলেন, আমরা মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, নগরীর পরিবেশ এবং পরিকল্পিত নগরী রক্ষার জন্য এসব ভবন ভেঙে ফেলার জন্য তাদের তাগিদ দেব। তারা যদি ভাঙতে না চান আমরা নিজ উদ্যোগে আইনগতভাবে ব্যবস্থা নেব। অতীতে কী হয়েছে জানি না, এখন থেকে অপরিকল্পিত কোনো দালান নির্মিত হবে না। যে দালান বেআইনিভাবে নির্মিত হয়েছে সেক্ষেত্রে আইন তার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, ঢাকার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছি। বসবাসযোগ্য নয় কিংবা অপরিকল্পিতভাবে হয়েছে, সেগুলোকে আমরা নির্ধারণ করে মফস্বল এবং ঢাকায় সর্বত্রই ব্যবস্থা গ্রহণ করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর