নাটকের দল ‘ব’ নাটুয়া মঞ্চে এনেছে ভিন্নধর্মী গল্পের নাটক ‘নিশিকাব্য’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। একজন সাইকোপ্যাথ দিনে ঘুমিয়ে কাটায় আর সারা রাত জেগে লেখালেখি করেন। রাতটা কাটানোই তার জীবনের একমাত্র ব্রত হয়ে ওঠে। রাতের প্রথম প্রহরেই তিনি নিশিকাব্য লেখার সময় বেছে নেন। লিখতে লিখতে রাত শেষ হয়ে যায়। সেই সঙ্গে ঘটতে থাকে একের পর এক ঘটনা। তেমনি এক দুর্ঘটনার শিকার হয় পথশিশু আবুল। ঘুড়ি উড়ানোর নেশায় মত্ত আবুলকে ধরে আনা হয় নিশিকাব্যের উপকরণ হিসেবে। সাইকোপ্যাথের সঙ্গী হিসেবে থাকেন এক বেকার যুবক ও একজন প্রেমিক। তারপর একটা অনিশ্চিত যাত্রার দিকে এগিয়ে যায় তারা। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। মঈন উদ্দিন পাঠানের রচনায় নাটকটি নির্দেশনা দেন আবদুল মমিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবির হোসেন, সাজেদ বিন সাজিদ, রাইয়ান অনাবিল, ইব্রাহিম মোরশেদ প্রমুখ। স্বপ্নদলের ‘হরগজ’ : নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে নাটকের দল স্বপ্নদল মঞ্চায়ন করেছে ভিন্নধারা গল্পের নাটক ‘হরগজ’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। মানিকগঞ্জের হরগজে প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন রচিত এই নাটকটির নির্দেশনা দেন জাহিদ রিপন। নাটকটি প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য ওই ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের ভাঙ্গা ভুবনের রূপক হরগজে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়ে আবর্তিত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শিল্পকলায় ‘নিশিকাব্য’
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর