বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবস্থান জানাতে আওয়ামী লীগ বিএনপিসহ ৯ দলকে চিঠি

প্রসঙ্গ : সংরক্ষিত নারী আসন

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের ভোট সামনে রেখে একাদশ সংসদে প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগ-বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল ও ৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দল ও জোটওয়ারি সদস্যদের তালিকা তৈরিতে এ চিঠি দেওয়া হয়। গতকাল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দলের সাধারণ সম্পাদক/মহাসচিব ও  স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়। ৩০ জানুয়ারির মধ্যে জোট গঠন অথবা রাজনৈতিক দল বা  জোটে যোগ দেওয়ার বিষয়টি ইসিকে জানাতে হবে বলে সচিব জানিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের পর ২৯৯ আসনে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এক প্রার্থীর মৃত্যুর কারণে আটকে যাওয়া গাইবান্ধা-৩ আসনের ভোট হবে ২৭ জানুয়ারি।  গেজেটের ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, বিএনপি ৬টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, তরিকত ফেডারেশন ১টি, জেপি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জিতেছেন।

বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন  পেতে পারে। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে আগামী ১৭ ফেয়ারি তফসিল  ঘোষণা করবে নির্বাচন কমিশন। ১২  ফেব্রুয়ারি এ নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। আইন অনুযায়ী, সংসদের সাধারণ আসনে শপথগ্রহণকারী ব্যক্তিরাই সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর