মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবশেষে একই মঞ্চে বিভক্ত উন্নয়ন কর্মীরা

খুলনায় নগর ভবনের সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিভেদ ভুলে উন্নয়নের দাবিতে আবারও একই মঞ্চে আন্দোলনে নেমেছেন খুলনার উন্নয়ন কর্মীরা। গতকাল নগর ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘটে অংশ নেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দুপক্ষের নেতা-কর্মীরা। তারা একইসঙ্গে মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদীসহ সংযুক্ত ২২ খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের দাবি জানান। এদিকে নাগরিক নেতাদের ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন সচেতন নগরবাসী। সংগঠনের বৃহৎ অংশের মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান জানান, আমাদের সবার একটাই লক্ষ্য- উন্নয়ন। তাই আমরা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। জানা যায়, কমিটি গঠন নিয়ে বিবাদে বিভক্ত হয়ে পড়ে বৃহৎ নাগরিক সংগঠন ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’। ২০১৬ সালে মূল কমিটির বাইরে সংগঠনের সাবেক সহ-সভাপতি আলহাজ মো. লোকমান হাকিমকে সভাপতি করে আলাদা কমিটি গঠন করা হয়। দুপক্ষই আলাদাভাবে খুলনা দিবস উদযাপনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে উন্নয়নের স্বার্থে দুপক্ষের নেতারা একত্রিত আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেন।

বক্তৃতা করেন নাগরিক নেতা শেখ আশরাফ-উজ্জামান, আলহাজ মো. লোকমান হাকিম, অ্যাডভোকেট কুদরত-ই খুদা, নিজামুর রহমান লালু, এসএম শাহনেওয়াজ আলী, এসএম দাউদ আলী, আরজুল ইসলাম, মিজানুর রহমান।

বক্তারা জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, নগরীর সরকারি-বেসরকারি পুকুর-জলাশয় সংরক্ষণসহ পরিকল্পিত-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দাবি জানান। পরে একই দাবিতে খুলনা সিটি করপোরেশনের মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর