মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আবদুল মোছাউয়ীর আনসারী (৮৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী গতকাল সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বাদ আসর মরহুমের নামাজে জানাজা সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। শেষ ইচ্ছা অনুযায়ী কেবল একটা জানাজা সম্পন্ন করে দ্রুত দাদা-দাদির কবরের পাশে তাকে শায়িত করা হয়।
উল্লেখ্য, সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আবদুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে ভারতের বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।