নীতিমালা ভঙ্গ করে রাজধানীর ধানমন্ডিতে সাবেক ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানান, আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে ধানমন্ডির ৬/১-এ ১২ কাঠার ৬৩ নম্বর প্লটে ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবনগুলোয় ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসেবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।