রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর হতে হবে : বেনজীর

গোপালগঞ্জ প্রতিনিধি

র‌্যাব মহা-পরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের কঠোর  হতে হবে। সমাজ থেকে এই কুলাঙ্গারদের নির্মূল করতে হবে। যদি আমরা সুষ্ঠু সমাজ গড়তে চাই তাহলে অবশ্যই মাদক নির্মূল করতে হবে। গতকাল বিকালে গোপালগঞ্জ শহরের সোনালী স্বপ্ন একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে ৭০ থেকে ৮০ লাখ লোক নিয়মিত মাদক সেবন করে। এতে আমাদের এক লাখ কোটি টাকা খরচ হয়। আমরা এক বছরে এক লাখ কোটি টাকা বিনা কারণে খরচ করছি। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর