মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টাঙ্গাইলে দুদকের অভিযানে বন্ধ অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে দুদক অভিযোগ কেন্দ্রে জানানোর পরামর্শ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নদীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে চলা অভিযানের পর এ কথা জানায় দুদক। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, পৌলি নদীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় গত বছর নদী তীরবর্তী এলাকায় বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে শত শত পরিবার ভিটে-মাটিহীন হয়েছে। এ ছাড়াও নদীটি মহাসড়ক ও রেল সেতু সংলগ্ন হওয়ায় মাটি ও বালু উত্তোলনের ফলে ব্রিজ ও রেলসেতু হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা করেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দিলে টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

দুদক দেখতে পায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে বিস্তীর্ণ এলাকায় গভীর গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ সময় দুদক জনসাধারণকে সচেতন করেন এবং এরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাৎক্ষণিকভাবে দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) অভিযোগ জানানোর অনুরোধ জানায়। দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, নদ-নদী দখলের পেছনে দুর্নীতি ফ্যাক্টর। দুদক এ দুর্নীতির চক্র ভাঙতে অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর