শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চকবাজার ট্র্যাজেডি

সব পুড়ে ছাই অক্ষত মসজিদ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে ভয়াবহ আগুনে আশপাশের সব পুড়ে ছাই হলেও বিস্ময়করভাবে অক্ষত রয়েছে চুড়িহাট্টা শাহী মসজিদ। আগুনের লেলিহান শিখায় মসজিদের চারপাশের ৩০০ হাত এলাকার সব বাড়ি, দোকান ও অন্যান্য      স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে সুউচ্চ ভবনগুলো। এর মধ্যে ব্যতিক্রম শুধু চুড়িহাট্টা জামে মসজিদ। জনমনে গভীর বিস্ময় জাগিয়ে মসজিদটি অক্ষত  অবস্থায় দাঁড়িয়ে আছে। কৌতূহলী মানুষ আসছে, আর মসজিদটি দেখছে। কেউ কেউ বলছে, ‘এ মহান আল্লাহর অপার রহস্য।’ এলাকাবাসীরা জানান, শাহী মসজিদের নিচ থেকেই আগুনের সূত্রপাত হয় একটি পিকআপ ভ্যানে থাকা সিলিন্ডার গ্যাস থেকে। যা পরে বিস্ফোরিত হয়ে বিদ্যুতের ট্রান্সফরমারে লাগে। সেখান থেকে দোকানে থাকা কেমিক্যালে লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো চকবাজারে। কিন্তু আশ্চর্যজনক মসজিদের তেমন কোনো সমস্যা হয়নি। এটি একটি আশ্চর্যজনক ঘটনা। আলাহর ঘর আলাহ রক্ষা করেছেন। মসজিদের দক্ষিণ পাশের দেয়ালের টাইলস, বৈদ্যুতিক তার ও লোহার গেটের কাচ খসে পড়েছে। তবে মসজিদের ভিতরের অংশের কোনো ক্ষতি হয়নি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর