ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি খাতে দশম অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (ইডব্লিউএসইজেডএল)। এ লাইসেন্স গ্রহণকালে বেজাকে ধন্যবাদ জানিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ইডব্লিউএসইজেডএলের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান বলেন, ‘আমরা এখানে সঠিক ও সুশৃঙ্খল বিনিয়োগ আনার চেষ্টা করব। আমরা একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টির জন্য এই ইকোনমিক জোন পরিচালনা করব।’ গতকাল রাজধানীর সোনারগাঁও রোডে মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। তার হাতে ইডব্লিউএসইজেডএলের চূড়ান্ত লাইসেন্স তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডব্লিউএসইজেডএলের সিওও মো. ফখরুদ্দিন, বসুন্ধরা গ্রুপের জিএম মো. আজিজুর রহমান সেলিম, জিএম (প্রশাসন, ইকোনমিক জোনস) হাফিজ ইমাম ইনাম প্রমুখ। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন হবে আমাদের চূড়ান্ত লাইসেন্স দেওয়া দশম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। বেজা বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর নিয়ন্ত্রক ও সেবা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করে। ইডব্লিউএসইজেডএল দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে।’ অনুষ্ঠানে লাইসেন্স গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডব্লিউএসইজেডএলের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান বলেন, ‘এই অর্থনৈতিক অঞ্চল মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত হবে। এখানে বিদেশি বিনিয়োগকারীরা অবশ্যই সুযোগ পাবেন। প্রচুর বিনিয়োগকারী আমাদের সঙ্গে কথা বলছেন। বসুন্ধরা গ্রুপ এখানে ১০ হাজার টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সয়াবিন প্লান্ট স্থাপন করবে। বিটুমিন ও এলপিজি প্লান্ট, এডিবল অয়েলসহ তালিকায় আরও প্রতিষ্ঠান আছে।’ তিনি বলেন, ‘বর্তমানে বসুন্ধরা গ্রুপে সরাসরি ৪০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। আশা করছি জোনগুলো চালু হলে এক থেকে দেড় লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। আমরা সুশৃঙ্খল বিনিয়োগ আনব। আমাদের আশা, আগামী দুই বছরের মধ্যে এ জোন চালু করা।’ অনুষ্ঠানে বেজার দেওয়া তথ্যমতে, কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদীর অদূরে ১০২ একর এলাকা জুড়ে ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোনের অবস্থান। জোনটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৩২ কিলোমিটার, ঢাকা মহানগরী থেকে মাত্র ৮ কিলোমিটার ও নারায়ণগঞ্জ জেলা থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ জোনে ফুড প্রসেসিং, এলপিজি সিলিন্ডার, এডিবল অয়েল, বিটুমিন, প্যাকেজিংভিত্তিক শিল্প স্থাপনা গড়ে তোলা হবে। এ জোনে বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। জোনটিতে প্রায় ১০ হাজার মানুষের সরাসরি এবং পরোক্ষভাবে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
শিরোনাম
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক
- মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
- পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত