ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি খাতে দশম অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (ইডব্লিউএসইজেডএল)। এ লাইসেন্স গ্রহণকালে বেজাকে ধন্যবাদ জানিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ইডব্লিউএসইজেডএলের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান বলেন, ‘আমরা এখানে সঠিক ও সুশৃঙ্খল বিনিয়োগ আনার চেষ্টা করব। আমরা একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টির জন্য এই ইকোনমিক জোন পরিচালনা করব।’ গতকাল রাজধানীর সোনারগাঁও রোডে মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। তার হাতে ইডব্লিউএসইজেডএলের চূড়ান্ত লাইসেন্স তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডব্লিউএসইজেডএলের সিওও মো. ফখরুদ্দিন, বসুন্ধরা গ্রুপের জিএম মো. আজিজুর রহমান সেলিম, জিএম (প্রশাসন, ইকোনমিক জোনস) হাফিজ ইমাম ইনাম প্রমুখ। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন হবে আমাদের চূড়ান্ত লাইসেন্স দেওয়া দশম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। বেজা বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর নিয়ন্ত্রক ও সেবা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করে। ইডব্লিউএসইজেডএল দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে।’ অনুষ্ঠানে লাইসেন্স গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডব্লিউএসইজেডএলের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান বলেন, ‘এই অর্থনৈতিক অঞ্চল মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত হবে। এখানে বিদেশি বিনিয়োগকারীরা অবশ্যই সুযোগ পাবেন। প্রচুর বিনিয়োগকারী আমাদের সঙ্গে কথা বলছেন। বসুন্ধরা গ্রুপ এখানে ১০ হাজার টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সয়াবিন প্লান্ট স্থাপন করবে। বিটুমিন ও এলপিজি প্লান্ট, এডিবল অয়েলসহ তালিকায় আরও প্রতিষ্ঠান আছে।’ তিনি বলেন, ‘বর্তমানে বসুন্ধরা গ্রুপে সরাসরি ৪০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। আশা করছি জোনগুলো চালু হলে এক থেকে দেড় লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। আমরা সুশৃঙ্খল বিনিয়োগ আনব। আমাদের আশা, আগামী দুই বছরের মধ্যে এ জোন চালু করা।’ অনুষ্ঠানে বেজার দেওয়া তথ্যমতে, কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদীর অদূরে ১০২ একর এলাকা জুড়ে ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোনের অবস্থান। জোনটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৩২ কিলোমিটার, ঢাকা মহানগরী থেকে মাত্র ৮ কিলোমিটার ও নারায়ণগঞ্জ জেলা থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ জোনে ফুড প্রসেসিং, এলপিজি সিলিন্ডার, এডিবল অয়েল, বিটুমিন, প্যাকেজিংভিত্তিক শিল্প স্থাপনা গড়ে তোলা হবে। এ জোনে বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। জোনটিতে প্রায় ১০ হাজার মানুষের সরাসরি এবং পরোক্ষভাবে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
শিরোনাম
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
অর্থনৈতিক অঞ্চলে দৃষ্টান্ত সৃষ্টি করবে বসুন্ধরা গ্রুপ
ইস্ট ওয়েস্ট ইকোনমিক জোন পেল চূড়ান্ত লাইসেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর