শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ করার দাবি

চাকরিতে ঢোকার বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্রপরিষদ -বাংলাদেশ প্রতিদিন

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক চাকরিপ্রত্যাশী। গতকাল বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। আগামী ২২ মার্চ বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় সংগঠনটি। মানববন্ধনে সংগঠনের সভাপতি আল আমিন রাজু বলেন, সরকারি নিয়ম অনুসরণের ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোও ৩০ বছরের বেশি বয়সী প্রার্থীদের নিয়োগ দেয় না। তাতে             বেসরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের কর্মক্ষমতা ও গড় আয়ু বাড়লেও চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানো হচ্ছে না। মেধা ও যোগ্যতাকে কোনোভাবেই বয়সের ফ্রেমে আটকে দেওয়া উচিত নয়। আমরা চাই চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর করা হোক। ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম বলেন, উন্নত বিশ্ব তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করার জন্য চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা রাখেনি। এ সময় বাংলাদেশ ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা আবু বকর, ফাজরিয়া নাজমীন, শেখ ফয়সল ও সাইফুল ইসলাম পলাশ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর