সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনার পাটকল শ্রমিকদের বিক্ষোভ ধর্মঘট কাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্রাচুইটি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে লাল পতাকা মিছিল করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল খুলনার শিল্পাঞ্চল, খালিশপুর নতুন রাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। এতে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ও ইস্টার্ন মিলের শ্রমিকরা অংশ নেন। একই দাবিতে আগামীকাল পাটকলগুলোতে ২৪ ঘণ্টার ধর্মঘট আহ্বান করা হয়েছে। এরপর ১৯ মার্চ থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন- পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিক নেতা মুরাদ হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী ও খলিলুর রহমানসহ পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পাট শিল্প টিকিয়ে রাখার স্বার্থে পাট মৌসুমে কাঁচাপাট ক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর