সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম বৃদ্ধির জন্য আজ সোমবার থেকে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ শুনানি চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। রাজধানীর কারওরান বাজারের (টিসিবি) অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হবে। এ নিয়ে একই অর্থবছরের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির জন্য দ্বিতীয় দফা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সব প্রস্তুতি নিয়েও নির্বাচনের আগে দাম বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসে বিইআরসি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে এবার ৬৬ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আজ গণশুনানির প্রথম দিন সকাল ১০টায় প্রথমে গ্যাসের দামের ওপর একটি প্রস্তাবনা উপস্থাপন করবে পেট্রোবাংলা। এরপর সকাল সাড়ে ১০টা থেকে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জিটিএিল) প্রস্তাবিত সঞ্চালন লাইনের চার্জের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর