বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে ময়মনসিংহ সিটি নির্বাচন

ময়মনসিংহ প্রতিনিধি

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৫ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, ১০ এপ্রিল যাছাই-বাছাই আর ১৭ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়। তফসিল ঘোষণার পরপরই নগরীর প্রধান সড়কসহ অলি-গলিতে আনন্দ মিছিল বের করে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনুসারীরা। তবে সব কিছু ছাপিয়ে ময়মনসিংহ নগরীতে বসবাসকারী সিংহভাগ মানুষের ফেসবুকের টাইমলাইনে চলছে এই নির্বাচন নিয়ে নানা আলোচনা। সম্ভাব্য মেয়র প্রার্থী এবং তাদের সমর্থকরা দিচ্ছেন স্ট্যাটাস। বাংলাদেশ প্রতিদিন’র অনলাইন ভার্সনে মসিক নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত প্রতিবেদনটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু। সেখানে ঢুঁ মেরে দেখা মেলে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত প্রতিবেদনটি      শেয়ার হয়েছে ২০৮ বার। মন্তব্য পড়েছে ২০৫টি। আর রিএক্ট হয়েছে ১২০০’র বেশি। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীরা নিজেদের ছবির সঙ্গে তফসিলের তথ্য দিয়ে নিজেদের প্রার্থিতা জাহির করছেন। পিছিয়ে নেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্র্মী এবং সাধারণ মানুষ। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এই সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। এর আগে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের প্রস্তাব অনুমোদন দেয় নিকার। এর তিন বছরের মাথায় ময়মনসিংহ সিটি করপোরেশনও ঘোষণা দেওয়া হয়। নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। ভোটার ৩ লাখেরও বেশি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর