Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৬ মার্চ, ২০১৯ ২৩:০৪

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

প্রতিদিন ডেস্ক

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

স্বাধীনতা দিবসে নানা কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে দেশের মানুষ। গতকাল শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, কুচকাওয়াজ ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।

চট্টগ্রাম : চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যানএম এ সালাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও পুলিশ সুপার নুরে আলম মিনা। এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।  সিলেট : কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ সিলেট, বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলেল শ্রদ্ধা জানায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিএনপি। সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুমিল্লা : টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহানগরী আওয়ামী লীগ, দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ : শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটুসহ সর্বস্তরের মানুষ। পরে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বরিশাল : র‌্যালিসহকারে শ্রদ্ধা জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুছের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও গোলাম আব্বাস চৌধুরী দুলালের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে উত্তর জেলা বিএনপি ও এবায়দুল হক চাঁনের নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা জানায়। গাজীপুর : শ্রদ্ধা জানান গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর প্রেস ক্লাবসহ রাজনৈতিক-সামাজিক সংগঠন। শহীদ বরকত স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বগুড়া : জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, বগুড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর