শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনার চেয়ে বেশি মানুষের মৃত্যু বায়ু দূষণে

বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৯ শীর্ষক প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যুর চেয়েও বেশি মানুষের মৃত্যু হয় বায়ুদূষণজনিত রোগের কারণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট (এইচইআই) এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) যৌথ উদ্যোগে বুধবার ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে- পুষ্টিহীনতা, অ্যালকোহল বা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে বা সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যুর চেয়েও বেশি মানুষের মৃত্যু হয় বায়ুদূষণজনিত রোগের কারণে। এতে আরও বলা হয়, ২০১৭ সালে বায়ুদূষণের কারণে দুনিয়াব্যাপী ১৪ কোটি ৭০ লাখ বছরের সমপরিমাণ সুস্থ জীবন সময়ের ক্ষতি হয়। বায়ুতে  যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক উপাদান হচ্ছে ধাতব পদার্থ (পিএম) ২ দশমিক ৫। এশিয়ার বায়ুর গুণমান অনেক খারাপ, বিশেষ করে বাংলাদেশের জনগণ ১৯৯০ সাল থেকে পিএম ২ দশমিক ৫ মাত্রার মধ্যে বসবাস করছে। প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে ২০১৭ সালে বাংলাদেশে অন্তত ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সার্বিকভাবে দীর্ঘমেয়াদি বায়ুদূষণের ফলে স্ট্রোক, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ফুসফুসের ক্যান্সার ও ফুসফুসের রোগে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৩০ লাখ মানুষের মৃত্যুর জন্য সরাসরি পিএম ২.৫ উপাদান দায়ী। বায়ুদূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

 জাতিসংঘের তথ্য মতে, প্রতিদিন পৃথিবীব্যাপী ৯৩ শতাংশ শিশুই দূষিত বায়ুতে নিঃশ্বাস নিতে বাধ্য হয়। দূষিত বায়ু বয়স্কদের তুলনায় শিশুদের মস্তিষ্কে ও শরীরের অন্যান্য অঙ্গে দ্রুত ক্ষতিকর প্রভাব ফেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর