বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সাংবাদিকের পা ভেঙে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার সড়কের দায় মোল্লা তালুকদারবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এম এস আকাশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের লাঠি ও হকিস্টিকের আঘাতে তার এক পা ভেঙে গেছে। জখম হয়েছে ডান হাত। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এর মধ্যে একজন নিজেকে ছাত্রলীগ সমর্থক বলে দাবি করেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক ওয়ার্ডে           ভর্তি করেন। আহত আকাশ বলেন, ‘রাতে সাড়ে ১০টার দিকে আজাদীবাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হই। তালুকদারবাড়ি এলাকায় সড়কের মোড়ে মোটরসাইকেলের গতি কমালে দুর্বৃত্তরা আমার ওপর হামলা করে। ৭-৮ জন হামলাকারীর সবাই ছিল মুখোশ পরা। তারা এলোপাতাড়ি লাঠি ও হকিস্টিক দিয়ে আমাকে আঘাত করে।’

গতকাল দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। এ সময় তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দেন।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নঈম উদ্দিন নামের একজন হামলার ঘটনা বিষয়ে জানতেন বলে জানিয়েছেন। তিনি নিজেকে স্থানীয় ছাত্রলীগ সমর্থক হিসেবে দাবি করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।’

 

সর্বশেষ খবর