মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দলের সব সিদ্ধান্তই এখন যৌথ নেতৃত্বে

- ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সব সিদ্ধান্তই এখন যৌথ নেতৃত্বে হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে ঐক্যবদ্ধভাবে গণ-আন্দোলন গড়ে তোলা হবে। সে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের পাশাপাশি বেগম খালেদা জিয়াকেও মুক্ত করা হবে। দেশে ফিরিয়ে আনতে পারব তারেক রহমানকে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাবেক আহ্বায়ক আবদুল খালেক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, এ বি এম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান খান খোকন, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আ ক ম মোকাম্মেল হক, শামসুজ্জামান সুরুজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা একসঙ্গে একটি গণ-আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি। সেই যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে সব সিদ্ধান্ত নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি।

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার নিন্দা : শ্রীলঙ্কার কলম্বোতে বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শ্রীলঙ্কায় পর পর তিনটি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে। অনেক হতাহত হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি।

সর্বশেষ খবর