রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

ফুটপাথ থেকে অভিজাত মল সব খানেই খাদ্যে ভেজাল

বেপরোয়া সেই ব্যবসায়ীরা

ফারুক তাহের, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় খাদ্যপণ্যে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকলেও থামছেই না এ জাতীয় পণ্যের  বেচাকেনা। ফুটপাথ থেকে অভিজাত মল- সব খানে চলছে ভেজাল পণ্য বিক্রির মহোৎসব। জড়িতদের কারাদন্ড ও অর্থদন্ড দিলেও থামছে না এই ভেজাল ও পচাবাসি পণ্য বিক্রি। মাছ-মাংস থেকে শুরু করে ইফতারি পণ্য তথা ছোলা, জিলাপি, দুধ, ঘি, ডালডা এমনকি মেয়াদোত্তীর্ণ খেজুরও দেদার বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে। এই ভেজাল রোধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃপক্ষ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা পৃথক এবং যৌথ অভিযান পরিচালনা করে আসছে রমজান শুরুর আগে থেকেই। সেই অভিযান গতকাল পর্যন্ত ছিল অব্যাহত। কিন্তু এতে মোটেও বন্ধ হচ্ছে না ভেজাল পণ্য বিক্রি ও সরবরাহ। এদিকে শুক্রবার দিনভর চট্টগ্রাম নগরী ও জেলায় ইফতারির বাজার মনিটরিংয়ে গিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান ক্ষতিকর ডালডায় ভেজা জিলাপিকে ঘিয়ে ভাজা বলে বিক্রি করা হচ্ছে।

সর্বশেষ খবর